২০২০-২১ এর জিএসটি ক্ষতি পূরণ বাবদ চাহিদা মেটাতে ঋণ গ্রহণের বিকল্প উপায়

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ জিএসটি পরিষদের গত ২৭শে অগাস্ট ৪১তম বৈঠকে ২০২০-২১ এর জন্য জিএসটি ক্ষতি পূরণ বাবদ চাহিদা মেটাতে ২টি ঋণ গ্রহণ পদ্ধতি সম্পর্কে রাজ্যগুলিকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ৭টি কাজের দিনের মধ্যে রাজ্যগুলিকে তাদের পছন্দের ঋণ গ্রহণের উপায় সম্পর্কে জানাতে বলা হয়েছে। পছন্দের ঋণ গ্রহণের পদ্ধতি সম্পর্কে যাবতীয় সন্দেহ নিরসনে আগামী পয়লা সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থসচিব ও ব্যয় বরাদ্দ বিষয়ক সচিবের সঙ্গে রাজ্য অর্থ সচিবদের বৈঠকের আয়োজন করা হয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  SSC Scam: ‘অপা’ র ৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হল, ED-র নজরে এবার পার্থঘনিষ্ঠ ছাত্রনেতা