সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ করোনা সংক্রমনের মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাল, ডাল স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকেরা। বুধবার সকালে রতুয়া ২ ব্লকের গোলাশিবগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক, শিক্ষক সমিতির জেলা সভাপতি মহম্মদ আইনুল হক, তৃণমূল ছাত্র পরিষদের রতুয়া ২ ব্লক সভাপতি অমর পাঠক প্রমুখ।
এদিন প্রায় ২০০ ছাত্র-ছাত্রীর হাতে বই খাতা চাল-ডাল বিভিন্ন শিক্ষা সামগ্রী উপস্থিত শিক্ষক এবং তৃণমূল নেতারা তুলে দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকেরা জানিয়েছেন, করোনা সংক্রমনের মধ্যে সমদূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট এলাকার পড়ুয়াদের ফাঁকা জায়গায় শিক্ষাদানের যাতে ব্যবস্থা করা হয় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।