শ্রমিক সভা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে রবিবার দূর্গাপুরের এক শ্রমিক সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, আমরা সবাই চাই যাতে আমরা দূর্গাপুরের দুটো আসন জিতি। শ্রমিক সংগঠনকে নিয়ে কিছু কথা জানাটা জরূরী। ১৫ বছর আগের আন্দোলনের রুপ, এখন শ্রমিকের অধিকার নিয়ে লড়াইয়ে প্রভাব ফেলতে পারে না। বাম আমলে শ্রমিক আন্দোলন লাগাতার ও তীব্র লড়াইয়ে কারণে কলকারখানা সব বন্ধ হয়ে গেছিলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপলব্ধি করেন যে, শ্রমিকের সমস্যার সমাধান করতে হলে বিকল্প ব্যবস্থা করা জরুরি। প্রথমে মালিক ও শ্রমিক দুপক্ষ ছিলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সেই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে ত্রিপক্ষীয় ব্যবস্থা লাগু করেন৷ যাতে কারখানা বন্ধ না হয়। বর্তমান পরিস্থিতিতে ভালো শ্রমিক নেতা হতে হলে পদ্ধতি ও শ্রম আইন বিস্তারিত ভাবে জানতে হবে৷ নিয়ম মেনে লড়াই করতে হবে৷ এখন শ্রমিক সংগঠনের মতলব হলো, শুধু চাকরি দিয়ে টাকা কামানো৷ ত্রিপক্ষীয় বৈঠকে বসে, আপনাদের নিয়ম মতো কারখানা কতৃপক্ষর সঙ্গে মজবুত তর্ক ও আলোচনা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শ্রমিক সংগঠন করা অনেক কঠিন। তারজন্য শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হোক। যাতে সেখানে তাদের পদ্ধতি ও শ্রম আইন ভালোভাবে তাদের বোঝানো যায়। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে পদ্ধতি তৈরী করে দিয়েছেন, সেই মতো লড়াই করতে হবে। কোন কারখানা আচমকা বন্ধ করা যাবে না। সভায় আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, তৃনমুল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর হরেরাম সিং সহ অন্যান্যা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -  Subhashree Ganguly: শুভশ্রী কটাক্ষের মুখে, দেবের নাম ভুলে গেলেন