টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রবিবার বারাবনি বিধানসভা অন্তর্গত সালানপুর ব্লকের উত্তর রামপুর বুথে বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজ খবর নেন বিধায়ক বিধান উপাধ্যায়। স্থানীয়দের সকল অসুবিধার কথা শুনেন। পাশাপাশি গোঁসাই পাড়া মাজি পাড়া অঞ্চলের রাস্তার সংস্কার, বর্ষায় আপৎকালীন পরিষেবায় ত্রিপল বিতরণ সহ রেশন ব্যবস্থার ত্রুটির সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি গ্রামের অধিবাসীদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধানেরও আশ্বাস দেন।
আরও পড়ুন - US: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘জয় না আসা পর্যন্ত’ ইউক্রেনকে সমর্থনঃ স্পিকার ন্যান্সি পেলোসি