বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে ভাটরার বিলে রহস্যজনকভাবে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে ভাটরার বিলে রহস্যজনকভাবে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুদের সঙ্গে ভাটরার বিলে নেমে স্নান করার আনন্দ উপভোগ করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। যদিও এই ঘটনার পর মৃত ওই কিশোরের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আরও পড়ুন -  T20 World Cup: মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার, টি-টোয়েন্টি বিশ্বকাপের

মালদার মিনি দীঘা নামে পরিচিত ভাটরার বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটার পর ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কারণ বর্ষার মরশুমে এই এলাকার বিলটি সমুদ্রের আকার ধারণ করে। বাতাসের জেরে জলের ঢেউ উপভোগ করতেই বহু অল্পবয়সীদের দল প্রতিদিনই এখানে ভিড় জমায়। ঠিক যেমনটা এদিন ওই যুবকের দল স্নান করতে এসেছিলো।

আরও পড়ুন -  পঙ্গপাল নিয়ন্ত্রণের কাজে অভিনব প্রয়াস- রাজস্থানের জয়শলমীরে বেল হেলিকপ্টারের সাহায্যে নির্দিষ্ট এলাকাগুলিতে রাসায়নিক ছড়ানো হয়েছে

যদিও ওই কিশোরের মৃত্যুর ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িয়ে রয়েছে বলে সন্দেহ করছে পরিবারের লোকজন। পুরো বিষয়টি নিয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন মৃত কিশোরের অভিভাবকেরা।

আরও পড়ুন -  কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে ২০১৯এর সিভিল সার্ভিস পরীক্ষার পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউ শুরুর বিশেষ উদ্যোগ নিয়েছে ইউপিএসসি