মালদা জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৪ হাজার চারাগাছ বিলি করা হলো

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা জেললা ফরেস্ট অফিসের তরফ ও মালদা জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৪ হাজার চারাগাছ বিলি করা হলো মানিকচকে। বৃহস্পতিবার মালদা জেলার মানিকচকের একটি বেসরকারী ভবন বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী গ্রহন কারা হয়। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল নিজের জেলা পরিষদ এলাকায় ও মানিকচক বিধানসভার জনসাধারণের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চাড়া তুলে দেয়।
জনগণের হাতে চারাগাছ তুলে দেন সেগুলি রোপণের অনুরোধ করা হয়।
এই বিষয়ে গৌরবাবু বলেন “ একটি গাছ একটি প্রাণ” বৃক্ষরোপনের মাধ্যমেই পৃথিবীর ভারসাম্য রক্ষা করা সম্ভব। তাই জনসাধারণ যাতে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপন করতে পারে সেই উদ্দেশ্যে মালদা জেলা পরিষদের সকল সদস্যদের হাতে চারাগাছগুলি বিতরনের জন্য তুলে দেওয়া হয়েছে। আজ আমি তিনি মানিকচক বিধানসভার অন্তর্গত সাধারণ জনগণের হাতে বৃক্ষের চারা তুলে দিয়েছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলি রোপন করার জন্য।

আরও পড়ুন -  Rachna Banerjee: রচনা ব্যানার্জি'র কি হলো ?