রামের আরাধনায় মাতলেন ইংরেজবাজারের মহদীপুরের রাম ভক্তরা

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ১০১ টি প্রদীপ জ্বালিয়ে সারারাত রামের আরাধনায় মাতলেন ইংরেজবাজারের মহদীপুরের রাম ভক্তরা। এই এলাকায় অবস্থিত ৩০০ বছরেরও পুরনো একটি রাম মন্দির রয়েছে। মূলত এই রাম মন্দিরে অযোধ্যায় রাম ভূমি পুজো উপলক্ষে বুধবার সকাল থেকে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। ১০১ টি প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল আরতি, রামের পুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শামিল হন মহদীরের রাম ভক্তরা। তার পাশাপাশি সন্ধ্যা হতেই মহদীপুর গ্রামের প্রতিটি বাড়িতে একসাথে জ্বলে ওঠে প্রদীপের শিখা এবং বেজে ওঠে শঙ্খ ধ্বনি ও উলুর ধ্বনি। এই বিষয়ে রাম ভক্ত তথা বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা উত্তম ঘোষ জানান, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে এ এক ঐতিহাসিক স্মরণীয় দিন। সেই দিনকে স্মরণীয় করে রাখতে মহদীপুরের তিনশো বছরের পুরনো রাম মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পূজা-অর্চনা। সন্ধ্যায় ১০১ টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। তার পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

আরও পড়ুন -  মমতা পাশে দাঁড়িয়েছেন শুনে, অনুব্রত মণ্ডল এর বেড়ে গেল আত্মবিশ্বাস

Leave a Comment