প্রধানমন্ত্রী আগামীকাল জাতীয় শিক্ষা নীতির আওতায় উচ্চ শিক্ষায় রূপান্তরমূলক সংস্কার’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (৭ই আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জাতীয় শিক্ষা নীতির আওতায় উচ্চ শিক্ষায় রূপান্তরমূলক সংস্কার’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে জাতীয় শিক্ষা নীতি ২০২০র আওতায় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য দিকগুলি যেমন, শিক্ষা ব্যবস্থা উন্নয়নে দক্ষতা অর্জন, উন্নত মানের গবেষণা, প্রযুক্তির যথাযথ ব্যবহার, সামগ্রিক এবং বহুপাক্ষিক ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হবে।

আরও পড়ুন -  National Education Policy: শিক্ষা দপ্তর নির্দেশ দিল নতুন শিক্ষানীতি চালু করার, চার বছরের নতুন স্নাতক কোর্স

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল, প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে এই অনুষ্ঠানে যোগ দেবেন। জাতীয় শিক্ষা নীতির খসড়ার জন্য গঠিত কমিটির সদস্য এবং চেয়ারম্যানের পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানীরা সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি জাতীয় শিক্ষা নীতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন -  Sara Ali Khan: সারা আলি খান, দুধ সাদা পোশাকে উন্মুক্ত ক্লিভেজ, নেটদুনিয়ায় ঝড় তুললেন

একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রতিষ্ঠানের অধিকর্তা এবং কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগ দেবেন।

এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ফেসবুক পেজে নিম্নলিখিত লিঙ্কের সাহায্যে http://https//www.facebook.com/HRDMinistry/।

আরও পড়ুন -  বউকে কোলে তুলতে গিয়ে মুখ থুবড়ে পরল বর-কণে !

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং পিআইবি’র ইউটিউব চ্যানেল ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ট্যুইটার হ্যান্ডেল (@ugc_india) : https://twitter.com/ugc_india?s=12 -তেও দেখা যাবে।

এই অনুষ্ঠানটি ডিডি নিউজে সরাসরি সম্প্রচারিত হবে। সূত্র – পিআইবি।