রেল লাইনের ধার থেকে মৃত সদ্যজাত উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ রেল লাইনের ধার থেকে মৃত সদ্যজাত উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লে ইংরেজবাজার এর কৃষ্ণপল্লী এলাকায়। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে ওই সদ্যজাতকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান এদিন সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে বিষয়টি নজরে আসে তাদের। এরপর ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। স্থানীয়রা অভিযোগ করেন কৃষ্ণপল্লী রেলগেট লাগোয়া মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিংহোম রয়েছে। ফলে মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। এই এলাকায় আজ যে সদ্যজাতটি
উদ্ধার হয়েছে সেটি পুত্র সন্তান। তাদের অনুমান দুদিনের হবে এই পুত্রসন্তান টি।

আরও পড়ুন -  নেইমার এইগুলো করতে পারবেন না, সৌদিতে