27 C
Kolkata
Thursday, May 9, 2024

রানীগঞ্জের একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় দিনভর বন্ধ করে বিক্ষোভ

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মঙ্গলবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বেসরকারি আয়রন এন্ড ষ্টীল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানা দিনভর বন্ধ করে বিক্ষোভে সামিল হল ওই কারখানার শ্রমিকরা। তারা এদিন অগ্রিম টাকা ও লকডাউন এ সময়কালে টাকা প্রদানের দাবীতে ফ্যাক্টরির কাজ বন্ধ করে বিক্ষোভ শামিল হয়। এদিনের এই বিক্ষোভের জেরে দিনভর উৎপাদন বন্ধ থাকে ওই কারখানায়। শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার কে গেরাও করে বিক্ষোভ দেখালেও লাভের লাভ কিছুই হয়নি শেষমেশ তারা তাদের বিক্ষোভ চালিয়ে যায়। পরে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা নির্মল পাল ঘটনাস্থলে পৌঁছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলেও শ্রমিকেরা দাড়ি করতে থাকে যতক্ষণ না তাদের বকেয়া প্রদান করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। শ্রমিকদের দাবি দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে তারা ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছে এক দফায় ৩০০০ টাকা ডি এল সি বাবদ পেলেও আর কোন টাকা পাননি । লকডাউন এর সময়কালের টাকা কিংবা অগ্রিম কোন টাকা তাদের দেওয়া হয়নি। পাশাপাশি বর্তমান সময়ে করণা মহামারীর আক্রান্তে যখন সকলে ভীতসন্ত্রস্ত সেসময় ওই কারখানায় শ্রমিকদের শ্রেণীর করা বা মাস্ক দেওয়াসহ তাদের নিরাপদ রাখার কোনো ব্যবস্থাই করেনি কারখানা কর্তৃপক্ষ বলেই দাবি করেন শ্রমিকরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে পারায় ও তাদের বকেয়া টাকা প্রদান না করায় তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। যদিও ওই কারখানার যেমন ম্যানেজার অরবিন্দ তেওয়ারি জানিয়েছেন যে খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -  অপেক্ষার অবসান! আসছে "I-Phone13" জেনেনিন বিশেষ ফিচার গুলি সম্পর্কে

Latest News

Muskan Baby: ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল

Muskan Baby:ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল।  হরিয়ানভি নাচ: হরিয়ানা, ভারতের উত্তরের একটি রাজ্য, তার সমৃদ্ধ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img