তৃতীয় সেমিস্টারের পরীক্ষা না হতেই রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার প্রতিবাদ ছাত্র-ছাত্রীদের

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা না হতেই রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার প্রতিবাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্র-ছাত্রীদের অবস্থান বিক্ষোভ শনিবার ১১ দিনে পড়ল। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই টানা ১১ দিন ধরে অবস্থান-বিক্ষোভ করে চলেছেন ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ এখনো পর্যন্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে কোন প্রকারের সদুত্তর আসেনি। তাই তাদের দাবি না মানা হলে আগামীতেও চালিয়ে যাবেন এই অবস্থান-বিক্ষোভ। শুভ্রজিত মন্ডল নামে এক ছাত্র জানান, গত ২৭/০৬/২০ তে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। যেখানে বলা হয়েছিল চতুর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে। কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা লক ডাউনের আগে না নিয়ে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে পাশ করিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে ছাত্র-ছাত্রীদের জীবন বিপন্ন করছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। নিজেদের ব্যর্থতা লুকোতে ছাত্র-ছাত্রীদের MA, M.SC, M.COM রেজাল্টের বৈধতাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এই সকল দাবিতে তাদের এই আন্দোলন।

আরও পড়ুন -  কুলটি থানার লছিপুর এলাকায় জঙ্গলের মধ্যে থেকে বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য

Leave a Comment