বিভিন্ন জায়গায় অভিযান চালালো ইংরেজবাজার থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ লকডাউন সফল করতে শনিবার সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালালো ইংরেজবাজার থানার পুলিশ। লাঠি হাতে শহরের একাধিক প্রান্তে ঘোরাঘুরি করতে দেখা যায় পুলিশকে। অনেক জায়গায় মৃদু লাঠিচার্জও করে পুলিশ। তার পাশাপাশি লকডাউন লংঘন করে যারা রাস্তায় বেরিয়ে ছিল বেশ কয়েকজনকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আটকও করে পুলিশ। তার পাশাপাশি মালদা শহরের রথবাড়ি এলাকায় বেশ কয়েকটি অটো এবং টোটো আটক করে পুলিশ।
উল্লখ্য রাজ্য সরকারের নির্দেশ মত চলতি সপ্তাহের দ্বিতীয় শনিবার ছিল লক ডাউন। সেইমতো এদিন সকাল থেকেই মালদা শহরের রথবাড়ি, মকদমপুর, বাঁধ থোড় সহ একাধিক এলাকায় লাঠিহাতে অভিযান চালাতে দেখা যায় ইংরেজবাজার থানার পুলিশকে। লকডাউন সফল করতে শহরের বিভিন্ন জায়গায় মৃদু লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। এদিকে এদিন সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ছিল শুনশান দোকানপাট ছিল সম্পূর্ণভাবে বন্ধ।

আরও পড়ুন -  Bear Grylls: বিয়ার গ্রিলস, অভিযানে প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে চান