শ্মশানে মাটি কুঁড়ে কবর থেকে বছর ৮ এর এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ শ্মশানে মাটি কুঁড়ে কবর থেকে বছর ৮ এর এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার এক নম্বর ওয়ার্ডের বোরিংডাঙা স্কুল পাড়া এলাকায়। মৃত শিশুর নাম ল্যাংচা বেদ।

আরও পড়ুন -  Vande Bharat Express Manufacturing: ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত, তৈরি হবে উত্তরপাড়ায়, প্রথম ট্রেন দু বছরের মধ্যেই

জানা গেছে আজ সকালে নন্ডী গ্রামের শ্মশানে বেশ কয়েক জন মাটি কুঁড়ে কিছু করছে। সেই সময় নন্ডী গ্রামের কিছু মানুষ চাষ মাঠে কাজ করছিল, তারা বিষয়টি লক্ষ করে তাদের কাছে এসে মাটি কুঁড়ে কি করছে তা জিজ্ঞাসা করতে জানতে পারে একটি বাচ্চাকে তারা করব দিচ্ছে। স্থানীয়দের বিষয়টি সন্দেহ হওয়ায় জামুড়িয়া থানায় পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে কবর থেকে মৃতদেহ তুলে থানায় নিয়ে আসে। পাশাপাশি শিশুর দাদু সহ তিন জনকে পুলিশ আটক করে।

আরও পড়ুন -  ১৪ ই মার্চ জঙ্গলমহলের রায়পুর সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর

কিভাবে শিশুটির মৃত্য হল বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর জ্বলে ডুবে মৃত্যু হয়েছিল শিশুটির।

আরও পড়ুন -  ক্লিনবোল্ড নেটিজেনরা