আসানসোলে টোটো ও অটোগুলি স্যানিটাইজ করা হল

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পশ্চিম বর্ধমান আসানসোলে করোনা সংক্রমণ রোধে এবার আসানসোলের টোটো ও অটোগুলি স্যানিটাইজ করার কর্মসূচি গ্রহণ করলো তৃণমূলের শ্রমিক সংগঠন। এদিন আইএনটিটিইউসির টোটো ও অটো ইউনিয়নের নেতা রাজু ওয়ালিয়া জানিয়েছেন, আসানসোলের কুরেশি মহল্লা অঞ্চলের ১০০ টোটো ও অটোকে স্যানিটাইজ করার সাথে মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করা হয় চালকদের হাতে। প্রধান লক্ষ্য যাত্রী সুরক্ষা। আগামীদিনে আসানসোল থেকে বরাকরগামী সমস্ত অটো ও টোটোগুলিকে স্যানিটাইজ করার কাজ চালু থাকবে। এই বিষয়ে আইএনটিটিঈঊসির সহযোগী ছিল হার্বাল সিটি নামে এক সামাজিক সংগঠন।

আরও পড়ুন -  Pawan-Kajal Hot Video: কাজল রাগওয়ানী, বন্ধ ঘরে রোমান্টিক পবন সিংয়ের সাথে, ঝলক দেখুন ভিডিওর

Leave a Comment