নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি পিকআপ ভ্যান

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ডুবুরডি বাইপাসের জাতীয় সড়কের উপর শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি মারে একটি নুন বোঝায় পিকআপ ভ্যান। (WB37 0283), অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়ির চালক ও খালাসি।
চালক ও খালাসি ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই নুন বোঝায় গাড়িটি খুব দ্রুত বেগে আসছিল। গাড়িটি খালাসি চালাছিল ও গাড়ির চালক পাশে বসে ছিল তাই এই ঘটনা।

আরও পড়ুন -  সতর্কতা সচেতনতা সপ্তাহ, ২০২০