চাকদহ আদিবাসী মানুষের পাশে

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, নদীয়াঃ বৃহস্পতিবার, ৯ই জুলাই নদীয়া, চাকদহ আদিবাসী মানুষের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা ইয়ং কলকাতা।
ওই সংস্থার সদস্যরা কয়েক বছর ধরে
দুস্থ মানুষের সেবা করে যাচ্ছে।
যুব নেতা সনাতন হালদারের নেতৃত্বে
শুধু শহর কলকাতা নয় জেলায় জেলায় তারা সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। তারা পৌঁছে ছিল আদিবাসী অধ্যুষিত গ্রাম তাঁতিগাছিতে। সেখানকার বাসিন্দাদের জন্য তারা চাল আলু সহ
খাদ্যদ্রব্য হাতে তুলে দিল।
আগামীদিনেও তারা আরো কাজ করবে বলে জানিয়েছে।
ঢাকুরিয়ার এই সংস্থা লকডাউনে
বহু মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে শহর কলকাতায়।সব মিলিয়ে ইয়ং কলকাতা সমাজসেবায় এক নতুন ইতিহাস তৈরি করেছে।
যা ঐই সময়কালে এক ব্যতিক্রমী ঘটনা।

আরও পড়ুন -  তৃতীয় সেমিস্টারের পরীক্ষা না হতেই রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার প্রতিবাদ ছাত্র-ছাত্রীদের

Leave a Comment