পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালেন ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। সোমবার সকাল ১১টা নাগাদ মালদা শহরের বেলতলা এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকরা পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান। এদিন সকালে বিধায়ক নিহার রঞ্জন ঘোষের নেতৃত্বে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন কর্মী সমর্থকরা। দলীয় ঝান্ডা এবং পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা।নীহাররঞ্জন ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার দিনের-পর-দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করে চলেছে। গত দুই মাসে ২২ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।
এর প্রতিবাদে আমরা পেট্রোলিয়াম মন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি।

আরও পড়ুন -  শ্রী গুরু রামদাস জির প্রকাশ পর্বে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তার পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি এলাকায় অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেসের। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষের নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের।

আরও পড়ুন -  এনটিপি চলতি অর্থবর্ষে ১০০ বিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে