37 C
Kolkata
Friday, May 3, 2024

মালদা জেলা গ্রাম উন্নয়ন ভবনের নিচ তলায় খুলে গেল আধার সেবা কেন্দ্র

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ প্রশাসনের নির্দেশ মত প্রায় সাড়ে তিন মাস পর মালদা জেলা গ্রাম উন্নয়ন ভবনের নিচ তলায় খুলে গেল আধার সেবা কেন্দ্র। জানা গেছে করোনা ভাইরাস এর জেরে আপাতত প্রতিদিন 50 জন করে গ্রাহক আধার কার্ডের ভুল সংশোধন এবং নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন। যারা প্রথমে লাইনে দাঁড়াবেন তাদের মধ্যে থেকে 50 জন গ্রাহকে দেওয়া হবে কুপন।

উল্লেখ্য, গ্রাহক সুবিধার্থে মালদা জেলা গ্রামোন্নয়ন ভবনের নিচতলায় খোলা হয়েছিল আধার সেবা কেন্দ্র। কিন্তু করোনা ভাইরাসের জেরে বন্ধ রাখা হয়েছিল এই কেন্দ্র। অবশেষে প্রায় সাড়ে তিন মাস পর জেলা প্রশাসনের নির্দেশ মতো সোমবার থেকে খুলে দেওয়া হলো আধার সেবা কেন্দ্র। তবে সেবাকেন্দ্রে আশা গ্রাহকদের থার্মাল স্ক্যানিং এবং স্যানিটাইজার করা হচ্ছে তারপরেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে তাদের।

আরও পড়ুন -  ‘কাহো না পেয়ার হ্যায়’ অভিনেত্রী আরও সাহসী হলেন, হৃদয় ছটফট করবে ছবি দেখলে

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img