সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুই ব্যক্তি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, সালানপুরঃ সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুই ব্যক্তি।
খবর সূত্রে জানা যায়,
সুশীল হাসদা নামে এক ট্রাক্টর চালক,সাইকেল নিয়ে তার মালিকের বাড়ি গিয়েছিল লেফট ব্যাংকে,মালিকের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে দেখেন তার সাইকেল নেই,এর পরে হইচই পড়ে যায় ওই এলাকায়।
এদিক সেদিক খোঁজ করতে করতে জানা যায় দুই ব্যক্তি একটি সাইকেল কাঁধে করে নিয়ে যাচ্ছে কল্যানেশ্বরীর দিকে,এর পরেই সুশীল হাসদা ও স্থানীয় কিছু বাসিন্দা দৌড়ে যায় কল্যানেশ্বরী দিকে এবং দেখতে পায় তার সাইকেলটি নিয়ে পালাচ্ছে দুজনে।
এরপরে ওই দুই ব্যাক্তিকে সাইকেল সমেত আটক করা হয়, সুশীল হাসদা চিনতে পারেন তার সাইকেলটি,তারপর এই দুই ব্যাক্তিকে তুলে দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে।
পুলিশসূত্রে জানা যায়,এই দুই ব্যক্তি বাইপাস ও কুলটির বাসিন্দা,তাদের নাম হলো পরেশ রায়(২৬) এবং মহম্মদ শাহবাজ।

আরও পড়ুন -  পরিকাঠামো এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধির আহ্বান গড়করি