সারেঙ্গায় নতুন করে যক্ষা রোগের প্রকোপ
সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ সারেঙ্গায় নতুন করে যক্ষা রোগের প্রকোপ। সম্প্রতি সারেঙ্গার চিলতোড় অঞ্চলের বাসুদেবপুর গ্রামে শিবরাম মন্ডল নামে এক ব্যক্তি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন, তাকে চিহ্নিত করার পর সরকারি ভাবে তার ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানালেন, সারেঙ্গার বি এম ও এইচ বিশ্বরুপ সনগিরি। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সারেঙ্গা ব্লক এলাকায় এখনো পর্যন্ত … Read more