Birla Investment: বিড়লা গোষ্ঠীর বাংলায় ই-ভেহিকেল শিল্পে বিনিয়োগ, এক নতুন অধ্যায়ের সূচনা

Published By: Khabar India Online | Published On:

Birla Investment: বিড়লা গোষ্ঠীর বাংলায় ই-ভেহিকেল শিল্পে বিনিয়োগ, এক নতুন অধ্যায়ের সূচনা।

পশ্চিমবঙ্গের শিল্প জগতে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে বিড়লা গোষ্ঠীর হাত ধরে। টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা প্রকল্পের বিতর্কিত অধ্যায় অতীত হয়ে যাওয়ার পর, এবার বিড়লা গোষ্ঠী বাংলায় তাদের ই-ভেহিকেল ব্যবসায়ের প্রসারে বড়সড় বিনিয়োগের পথে হাঁটছে।

হাওড়ার ডোমজুড়ে রাফট কসমিক ইভি নামক ই-ভেহিকেল বাইক নির্মাণকারী সংস্থার জন্য প্রায় ১০০ কোটি টাকার বিনিয়োগের সংবাদ সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে রয়েছে।

আরও পড়ুন -  Democratic Way: কলেজ গুলীতে নির্বাচন হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই করবো, তৃনাঙ্কুর ভট্টাচার্য

এই বিনিয়োগের ফলে ডোমজুড়ে প্রায় ৮ একর জমিতে একটি উন্নত মানের কারখানা গড়ে তোলা হবে, যেখানে আগামী ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে। এই কারখানায় প্রায় ২০০ জনের মতো কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে এক বড় ধরনের প্রভাব ফেলবে। বিড়লা গোষ্ঠী ইতিমধ্যেই শেয়ার বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করেছে।

আরও পড়ুন -  Anushka-Vamika: বিশেষ বার্তা দিলেন অনুষ্কা, ‘প্রতিদিন আমাকে সাহসী করে তুলছো’

বিড়লা গোষ্ঠীর বর্তমানে মহারাষ্ট্রে দুটি কারখানা রয়েছে, যেখানে এ বছর ৭০০টি করে ই-ভেহিকেল বা বিদ্যুতিক বাইক উৎপাদন করা হয়েছে। এই নতুন কারখানায় ভারতীয় প্রযুক্তির ব্যবহার হবে। প্রত্যাশা করা হচ্ছে যে এখানে ২৫০০ বৈদ্যুতিন স্কুটার ও বাইক উৎপাদন হবে। ভবিষ্যতে এই কারখানা থেকে বৈদ্যুতিন চার চাকার গাড়িও বের হতে পারে।

আরও পড়ুন -  Booster Dose: আজ থেকে কোভিড ১৯-এর বুস্টার ডোজ

এই উৎপাদন কেন্দ্রের মূল লক্ষ্য হল উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের বাজার দখল করা, ভবিষ্যতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারেও এই বৈদ্যুতিন গাড়িগুলির রফতানি করা। এই প্রকল্প বাংলার শিল্পের দিক থেকে গোটা ভারতের মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করবে। এই বিনিয়োগ ও উৎপাদন কেন্দ্র বাংলার অর্থনীতি ও শিল্পের জন্য এক বড় ধাপ হতে চলেছে।