নিজস্ব সংবাদদাতা, মালদাঃ বিজয়া দশমী। সিঁদুর খেলায় মেতে উঠলেন মায়েরা। সেই ছবি ধরা পরল মালদার শরৎপল্লী এলাকায় মহিলা পরিচালিত দূর্গা উৎসব কমিটি প্রাঙ্গনে। সিঁদুর খেলার পাশাপাশি তালে তাল মিলিয়ে নেচে উঠতে দেখা গেল মায়েদের। এই সিঁদুর খেলা এবং নাচের মধ্যে দিয়ে মাকে এক বছরের জন্য বিদায় জানালেন মায়েরা।
দুর্গাপুজো বাঙালি অন্যতম গুরুত্বপূর্ণ উত্সব। বিজয়া দশমী হল বাঙালির প্রাণের পুজোর শেষ দিন। দুর্গাপুজো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উত্সব। এই বিশেষ দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বাঙালি অবিবাহিত মহিলারা। এই দিনে মহিলারা উমাকে বরণ করার সময় সিঁদুর নিবেদন করেন।
সেই সঙ্গে একেঅপরকে সিঁদুর মাখিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান। এই ঐতিহ্যময় প্রথাকেই সিঁদুর খেলা নামে পরিচিত। শুধু সিঁদুর নিয়ে খেলাই নয়, বড়দের পায়ে প্রণাম করে, শাখা-সিঁথিতে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা জানানো হয়।এই দিনকে বিশেষ দিন হিসেবে পালন করা হয়।মাকে আজ বিদায় জানানো হয়। মন খারাপ করলেও মাকে বিদায় জানাতে হবে।