বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপে অঞ্জলি দিলেন সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  রবিবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপ অঞ্জলি দিলেন সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলি।

বেহালার বীরেন রায় রোড রাজ্যতো বটেই গোটা বিশ্বের মানচিত্রে পরিচিত নাম যে রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে ঠিক বাঁ হাতে পড়বে বিখ্যাত সেই অট্টালিকা কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এর বাড়ি।

আরও পড়ুন -  Income Tax Department: পশ্চিমবঙ্গে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান

সেই বাড়ির গা ঘেঁষে গড়ে উঠেছে কাঠের উপর রং তুলির টানে গড়ে উঠেছে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপ। ১৯৭২ সালে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয়েছিল পুজো। সৌরভের জন্মের বছর থেকেই দাদার বয়স আর বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর বয়স সমানুপাতে বাড়ছে। পায়ে পায়ে এবার একান্ন।

আরও পড়ুন -  মুখতার আব্বাস নাকভি পিতমপুরায় দিল্লিহাটে 'হুনার হাট'-এর উদ্বোধন করবেন

আর এ বছর দাদার পুজোয় পরিবেশ রক্ষার বার্তা। এবারের বিষয়ভাবনা ‘বোধ’। বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের থিম বোধ দুর্গাপুজোয় দেওয়া হবে সচেতনতার বার্তা। মণ্ডপ নির্মাণ করেছেন সন্দীপ মুখোপাধ্যায়। প্রতিমাশিল্পী উৎপল ঘোষ।

আরও পড়ুন -  Road: রাস্তার দশা বেহাল, যেনো পূজোর মুখে মৃত্যু ফাঁদ