T20 WC 2024: ২০ দলে আয়োজিত হবে t20 বিশ্বকাপের আসর, ১৬ দলের বদলে, ICC খসড়া প্রকাশ করলো

Published By: Khabar India Online | Published On:

আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা বাড়াতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল। সূত্রের খবর, আসন্ন বিশ্বকাপ থেকে প্রথম আটটি দল ২০২৪ সালে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দলগুলো নিজেদের মধ্যে লড়াইয়ের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

আগামী দু’বছরে মিলিয়ে মোট ৬৬টি দেশ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াই করবে। এই ৬৬টি দেশের মধ্যে কঠিন লড়াইয়ের পর ২০টি দল নির্বাচিত হবে মূল পর্বে খেলবে। তালিকায় ২৮টি দেশ থাকছে শুধুমাত্র ইউরোপ মহাদেশ থেকেই। আফ্রিকা থেকে ১৪টি, এশিয়া থেকে ৯টি, আমেরিকা মহাদেশ থেকে ৮টি এবং ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে ৭টি দল থাকছে। ২৮শে জুন থেকে শুরু হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ২০২৪ সালে প্রথমবার ২০টি দেশকে নিয়ে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ।

আরও পড়ুন -  T20 World Cup: কে কত টাকা পেল? টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে

আসর বসতে চলেছে সুদূর ওস্টেন্ডিজ ও আমেরিকার মাটিতে।বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার ছাড়পত্র পেয়েছে দেশ দুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে চারটি দল বৃদ্ধি করার মূল লক্ষ্য হলো ক্রিকেটকে আরও জনপ্রিয় হবে। দীর্ঘ ওভারের চেয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট বেশি জনপ্রিয় ক্রিকেটপ্রেমীদের কাছে। তার নিরিখে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও কতগুলো দেশকে অন্তর্ভুক্ত করতে চলেছে আইসিসি।

আরও পড়ুন -  T20 World Cup: অস্ট্রেলিয়ার স্বপ্ন শেষ, ইংল্যান্ডের জয়ে

চলতি বছরের শেষ লগ্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে পুরনো নিয়ম মেনে অস্ট্রেলিয়া আয়োজন করতে চলেছে এই মেগা আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী ও গ্রুপ বিভাজন করেছে আইসিসি। যেখানে দুটি গ্রুপে মোট ১৬ দেশে লড়াই করবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

আরও পড়ুন -  Asia Cup 2023: “সার্জিক্যাল স্ট্রাইক” পাকিস্তান ক্রিকেটে! এই জন্য হুঁশিয়ারি দিল PCB-কে ICC