এই প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরুর পর।
বুধবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যকার ফোনালাপের কথা জানানো হয়েছে।
ফোনালাপের ব্যাপারে জেলেনস্কি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে দীর্ঘ সময় ধরে অর্থপূর্ণ আলাপ হয়েছে। আমি বিশ্বাস করি, এই ফোনকল চীনে-ইউক্রেনের দূতাবাস স্থাপন উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক উন্নয়নে শক্তপোক্ত ভূমিকা রাখবে।’
ফোনকলের ব্যাপারটি নিশ্চিত করে চীন বলেছে, তারা সর্বদা শান্তির পক্ষে।
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাতে নিরপেক্ষ ভূমিকা নেয়া কথা জানিয়েছে চীন। রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে বিবৃতি-নিন্দা জানাতেও নারাজি প্রকাশ করেছে তারা। গত মাসে দুইদিনের সফরে রাশিয়া যান শি।
ওই সফরের কয়েকদিনের মধ্যে জেলেনস্কি চীনা নেতাকে আলোচনার জন্য কিয়েভ সফরের আমন্ত্রণ জানান। পুরো মাত্রায় যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের মধ্যে যোগাযোগ ছিল, ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে তেমন কিছুই হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বুধবারের ফোনকলের একটি রিডআউটে চীনের সিসিটিভি প্রেসিডেন্ট শিকে উদ্ধৃত করে বলেছে, চীন ‘লাভের জন্য সংকটের সুযোগ নেয়া তো দূরে থাক, তারা অন্যদিক থেকে আগুন দেখবে না এবং আগুনে ঘি-ও ঢালবে না।’
ছবিঃ রয়টার্স