পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ, জলের নিচে তৈরি হবে সুড়ঙ্গ, দীঘায় পর্যটক আনতে

Published By: Khabar India Online | Published On:

 আকর্ষণীয় গড়ে তুলতে পুরোদমে কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার দীঘায়। নতুন আন্ডার ওয়াটার পার্ক গড়ে তুলতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রস্তাবিত সাবমেরিন মিউজিয়ামের সংলগ্ন স্থানে এই নতুন আন্ডার ওয়াটার পার্ক তৈরি করা হবে বলে জানানো হয়েছে। জলের তলা দিয়ে থাকবে অ্যাক্রালিকের সুরঙ্গ ও সমুদ্রের নিচের দৃশ্যের সাক্ষী হতে পারবেন পর্যটকরা।

হিডকো ইতিমধ্যেই এই প্রকল্পের নকশা এবং পরিকল্পনার জন্য ভারতীয় তথা আন্তর্জাতিক সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে।

পুরনো দীঘার কাছে একটি মেরিন একুরিয়াম এবং রিজিওনাল সেন্টার অবস্থিত রয়েছে। সেখানে একুরিয়ামের মান বিশ্বমানের না হওয়ার কারণে পর্যটকদের মধ্যে তেমন একটা জনপ্রিয়তা পায়নি। এই নতুন আন্ডার ওয়াটার পার্ক একেবারে আলাদা হতে চলেছে। সরকারি আধিকারিকরা বলছেন, অনেকটা সিঙ্গাপুরের ধাঁচে এটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রকল্পটি নিয়ে পুরোদমে তরজোড় চলছে। সাবমেরিন মিউজিয়াম নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। তারপর সেখান থেকেই এই নতুন নিমজ্জিত সুরঙ্গের ভাবনা নিয়েছে রাজ্য সরকার। এই সুরঙ্গের ফলে আরও বেশি করে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠবে দীঘা।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ব্রাজিলের শুরু জয় দিয়ে

সুরঙ্গ নির্মিত হবে সম্পূর্ণরূপে অ্যাক্রালিকের মাধ্যমে। ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।  উপর দিয়ে সামুদ্রিক প্রাণীকুলের চলাফেরা লক্ষ্য করা যাবে। পাশাপাশি সমুদ্রের তলদেশ ঠিক কেমন হয় তা আপনারা অনুভব করতে পারবেন। এর মাধ্যমে সামুদ্রিক জীবকূলের প্রতি আমজনতার আগ্রহ বাড়বে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে একই সাথে। তবে পুরোটাই অত্যন্ত পেশাদারভাবে গড়ে তুলতে হবে। এই ধরনের সুরঙ্গ সাধারণত সমুদ্রের তলায় হয় না বরং সৈকতের নিকটবর্তী কোনো স্থানে সমুদ্রের জল প্রবেশ করানো হয়।

আরও পড়ুন -  নিরাশ হবেন না দর্শকরাঃ অধরা

দীঘা সংলগ্ন বঙ্গোপসাগরে পলি অত্যন্ত বেশি। ফলে জল যাতে সচ্ছ হয় সেই ব্যবস্থা করা হবে। এছাড়াও একটি নির্দিষ্ট স্থানে সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি ছোট রূপ গড়ে তোলা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ফলে বিষয়টি স্থাপত্য, পরিবেশ এবং জীববিদ্যার দিক থেকে যথেষ্ট জটিল। বৃহদাকার মেরিন একুরিয়াম তৈরি তুলনায় এটি কম খরচ সাপেক্ষ। HIDCO এর জন্য কোন আন্তর্জাতিক সংস্থাকে পর্যালোচনার দায়িত্ব দিতে চাইছে। প্রতীকি ছবি।

আরও পড়ুন -  গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!