Kali Pujo-2022: বিবেকানন্দ ক্লাবের পূজোর উদ্বোধন করলেন পাওলি দাম

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   বিবেকানন্দ ক্লাবের পূজোর উদ্বোধন করলেন পাওলি দাম।

শিলিগুড়ির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কালী পুজোর ৭৫ তম বর্ষ এবার। ঐতিহ্যশালি দোকরা শিল্প তাদের প্যান্ডেলে ফুটে উঠেছে।

আরও পড়ুন -  Koneenica Banerjee: কনীনিকার মিষ্টি ফোটোশুট কিয়ার সঙ্গে

শনিবার এই পূজা মন্ডপের উদ্বোধন হয়ে গেল, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী পাওলি দাম।

এদিন পাওলি দাম এই পূজা মন্ডপের উদ্বোধন করেন। এছাড়া শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও আরো অন্যান্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -  রগরগে এপিসোড দেখেই ঘাম ঝরছে নেটিভক্তদের, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না-Updated Web Series