দেখুন চিনতে পাচ্ছেন বাচ্চা মেয়েটি-কে, মিস ওয়ার্ল্ড এর কন্যা

Published By: Khabar India Online | Published On:

‘স্টারকিড’।

বিনোদন জগতের তারকাদের সন্তানদের এই নামেই অভিহিত করা হয়। জন্ম থেকেই তারা থাকছে স্পটলাইটে। কিছু তারকা মা-বাবা পছন্দ করেন না, তাঁদের সন্তান ছোট থেকেই মিডিয়ার মুখোমুখি হোক। অধিকাংশ বলিউড তারকা এই মতে বিশ্বাসী।

আরও পড়ুন -  ডাক্তার সাগ্নিক মান্না কে সংবর্ধিত করা হলো

নিজেদের সন্তানদের একটি সুস্থ শৈশব দিতে চান। এঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ঐশ্বর্য ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)এর কন্যাসন্তান আরাধ্যা বচ্চন (Aradhya Bachchan) জন্মের আগে থেকেই পাপারাৎজিদের ক্যামেরার আলোয়।

আরও পড়ুন -  সদ্যোজাত শিশু বদলের অভিযোগে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে

 ঐশ্বর্যকে দেখা যেত নিজের বেবিবাম্প ওড়না দিয়ে ঢেকে রাখতে। কোনো ম্যাটারনিটি ফটোশুট করেননি।   আরাধ্যার জন্মের বহু পরে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)এর জন্মদিনে তাকে সকলের সামনে নিয়ে আসেন ঐশ্বর্য।

আরাধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় কোনোদিন শেয়ার করেন না বচ্চন পরিবারের সদস্যরা। কিন্তু মিডিয়ার মাধ্যমে আরাধ্যার ছবি ভাইরাল হয়। একরত্তি আরাধ্যাকেও ট্রোলড হতে হয়েছে।