TRP: কত নম্বরে মিঠাই? জন্মাষ্টমীতে, টিআরপি তালিকা দেখুন

Published By: Khabar India Online | Published On:

 বড় এন্টারটেইনমেন্ট হল পার্থ-অর্পিতা গসিপ এবং অনুব্রত-সুকন্যা কাহিনী।

মানুষ একবার ৫০ কোটি টাকার খেল দেখছে, একবার গরু চোরের মজাদার খবর পড়ছে। টিভি বা সংবাদপত্র বা ডিজিট্যাল মাধ্যমে।

মানুষ যেমন খবরও দেখছে, রাগে জ্বলছে, তেমনই মানুষ আনন্দ উপভোগ করছে মিঠাই, খড়ি, আলতা, লক্ষ্মী কাকিমার গল্প দেখে। চলুন দেখে নিই, এই সপ্তাহে কে কত স্কোর করে এগিয়ে রইলো আর কে রইলো পিছিয়ে।

আরও পড়ুন -  TRP: বাজিমাত ‘গাঁটছড়া’র! তিনে জায়গা পেল না ‘মিঠাই’

 সাপ্তাহিক টিআরপি চার্ট (TRP Chart)।

১) মিঠাই – ৮.৩
২) গাঁটছড়া – ৮.১
৩) গৌরী এলো – ৮.০
৪) আলতা ফড়িং – ৭.৮
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৬
৬) ধুলোকণা – ৬.৭
৭) উমা – ৬.৫
৮) মন ফাগুন – ৬.৪
৯) অনুরাগের ছোঁয়া – ৬.৩
১০) এই পথ যদি না শেষ হয় – ৫.৮
১১) খেলনা বাড়ি – ৫.৬
১২) সাহেবের চিঠি – ৫.৪
১৩) লালকুঠি, বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৫.০
১৪) পিলু – ৪.৫
১৫) নবাব নন্দিনী – ৪.৩
১৬) আয় তবে সহচরী – ৪.২
১৭) উড়ন তুবড়ি – ৩ ৯
১৮) গুড্ডি, গোধূলি আলাপ – ৩.৪
১৯) শিশু ভোলানাথ – ২.৪
২০)সাহেবের চিঠি – ২.০
২১)খেলাঘর – ১.৬

আরও পড়ুন -  Iran Citizens: ইরান, ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে নাগরিকদের