সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ ইয়াস’। তার সর্তকতায় নেমে পড়েছেন প্রশাসন। সারা রাজ্যের সাথে জঙ্গলমহলের পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন এমনকি গ্রাম পঞ্চায়েত স্তরে এর প্রচার চলছে জোর কদমে। সাধারণ মানুষকে সতর্ক করতে দিনভর প্রচার চালাচ্ছে জেলা পুলিশের বিভিন্ন থানার পুলিশকর্মীরা। পিছিয়ে নেই রাইপুর থানা পুলিশ প্রশাসন। তারা আজ দুদিন থানা এলাকার বিভিন্ন গ্রামে, হাটে বাজারে প্রচার চালিয়ে আসছেন মানুষকে সচেতন থাকতে ও নিরাপদ স্থানে থাকতে। ঝড়ের সময় কোন রকম ঝুঁকি না নিতে বলছেন তারা। আরো বলছেন, ঝড় নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না পাশে আছে পুলিশ প্রশাসন। বিপদের খবর পেলেই ব্লকের কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছেন।
Updated:
ঝড় নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, পাশে আছে পুলিশ প্রশাসন
Must Read
Latest News
Modern Skin Clinic: বেহালায় সোমার ” শাইন অ্যান্ড শ্যাডো “ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক
বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক।
সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ বুদ্ধপূর্ণিমার শুভ দিনে SHHINE & SHADOW...