শুরু হয়েছিল পিহু-শনের গল্প। ছোট বেলার প্রেমিককে বিয়ে, প্রেম ফিরে পাওয়া, রোম্যান্স, ভয়, দ্বন্দ্ব সবকিছুতে ভরপুর ছিল মন ফাগুন। মানুষের পছন্দের তালিকায় এখনও আছে পিহু-শন। শনের মহিলা অনুরাগীর সংখ্যা বেশি। শন বলতে পাগল বহু ইয়ং মেয়ে।
সূত্র বলছে শেষ হতে চলেছে ধারাবাহিক ‘মন ফাগুন’। এক বছরেই শেষ গল্প। দর্শকদের মনের ভিতরে জায়গা করে নেয় পর্দার গীতশ্রী ও ঋষি ওরফে পিহু-শন। সেই জায়গায় আসতে চলেছে ‘মাধবীলতা’।
টিআরপি তালিকায় গত কয়েক সপ্তাহ ধরে মন ফাগুনের রেট খুবই কম ছিল।
শুরুর দিকে যেই চাহিদা নিয়ে এগিয়ে যায়, সেই চাহিদা পড়তে শুরু করে। তবে, শুধু মন ফাগুন নয়, বন্ধ হয়েছে বৌমা একঘর। মাত্র নব্বই দিনের মধ্যেই শেষ হয় ধারাবাহিক ‘বৌমা একঘর’।