বন্ধ হচ্ছে ধারাবাহিক, সুস্মিতার ( Susmita Dey ) মন খারাপ

Published By: Khabar India Online | Published On:

 বাংলা ধারাবাহিক জগতে এখনও পর্যন্ত বেশ কিছু সুপার হিট ধারাবাহিক আছে, যার দৌলতে ছোট পর্দার অভিনেতারা বড় পর্দায় যেতে পেরেছে বা ওয়েব দুনিয়ায় পা রেখেছে। কেউ হারিয়ে গিয়েছে তো কারোর ধারাবাহিক এতটাই ফ্লপ প্রযোজক বাধ্য হয়ে বন্ধ করেছে।

আরও পড়ুন -  Desi Bhabhi Video: দেশি ভাবীর নাচের স্টাইলে মুগ্ধ নেটদর্শক, করিনা কাপুরের গানে, ভিডিওটি দেখেই চলেছে

 একই অবস্থা ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরী ( Debojyoti Roy Chowdhury)।

এই জুটির ধারাবাহিকের নাম বৌমা একঘর (Bouma Ekghor)। স্টার জলসার পর্দায় রাত ১০:৩০ টায় সম্প্রচারিত হয়। অপরাজিতা অপু করার পরেই বৌমা একঘর ধারাবাহিকে পা রাখেন সুস্মিতা। অন্যদিকে, অপরাজিতা অপু ধারাবাহিকের হিরো অর্থাৎ যিনি সুস্মিতার বিপরীতে ছিলেন তথা রোহন ভট্টাচার্য ধারাবাহিক শেষে কিছুদিনের বিরতি নেন। যোগাসন, এক্সারসাইজ করে শারীরিক পরিবর্তন আনেন। তাকে আসন্ন একটি নাচের রিয়্যালিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

আরও পড়ুন -  লকডাউনের মধ্যেই শুটিং চলছে, ! অভিযোগ উঠেছে, ‘এই পথ যদি না শেষ হয় '

এদিকে বন্ধ হতে চলেছে সুস্মিতা দে অভিনীত বৌমা একঘর। মূলত এটি তার করে দ্বিতীয় ধারাবাহিক। শুরু হওয়ার নব্বই দিনের মধ্যে শেষের পথে ধারাবাহিক। বাস্তবিক ভাবে মন খারাপ সুস্মিতার। আচমকা ধারাবাহিক বন্ধ হওয়ার জন্য চাপা দুঃখ থাকলেও মেনে নিয়েছেন।

আরও পড়ুন -  Ankita Majumder Paul: জড়োয়া ঝুমকো খ্যাত অভিনেত্রীর মেয়ের প্রথম জন্মদিন পালন, মেয়ের নাম রেখেছেন ‘আরুণ্য’