Actor Paul Sorvino: আর নেই পল সোরভিনো, হলিউড অভিনেতা

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় হলিউড অভিনেতা পল সোরভিনো প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন  অভিনেতা।

স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার সহকারী নিল রজার জানান, প্রাকৃতিক কারণেই ইন্ডিয়ানার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আরও পড়ুন -  Raj-Subhashree: প্রকাশ্যে ঘনিষ্ঠ মুহূর্ত, সমুদ্র সৈকতে অন্তরঙ্গ রাজ-শুভশ্রী !

১৯৩৯ সাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেছিলেন পল সোরভিনো। একটি বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার হিসেবে শুরু হয়েছিল তার কর্মজীবন। বড় পর্দায় তার অভিষেক হয় ১৯৭০ সালে। এরপর কেটে গেছে প্রায় অর্ধশত বছরেরও বেশি সময়।

আরও পড়ুন -  Maharashtra: নিহত ১১, বাস-ট্রাক সংঘর্ষে, মহারাষ্ট্রে

ক্লাসিক মব মুভি ‘গুডফেলাস’ এ গ্যাংস্টার পাওলি সিসেরোর ভূমিকায় অভিনয় করেছিলেন পল। তার অনবদ্য অভিনয় সেই সময় দর্শকদের মনে দাগ কেটেছিল।

 অভিনয় জীবনে তাকে অসংখ্য চরিত্রে দেখা গেলেও গ্যাংস্টার পাওলি সিসেরো ও পুলিশ সার্জেন্ট ফিল সেরেটা হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন পল।

আরও পড়ুন -  Neelam Giri: অভিনেত্রী নীলাম গিরি, বোল্ড ক্রপটপ-হট প্যান্টে, মানুষের হৃদয় তোলপাড় করলেন

অস্কার বিজয়ী অভিনেত্রী মিরা সোরভিনোর (অ্যাফ্রোডাইট দ্য মাইটি) বাবা পল সোরভিনো। তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের ভালোবাসা এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন।