31 C
Kolkata
Friday, May 17, 2024

অনাকাঙ্ক্ষিত তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের জন্য বেঙ্গালুরুর বৈজ্ঞানিকরা অদৃশ্য বর্ম উদ্ভাবন করেছেন

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ এইচজি ওয়েল্স-এর ‘ইনভিজিবল ম্যান’-এর ঘটনাটা মনে পড়ছে? বিজ্ঞানীরা অনেকটা সেই পথেই হাঁটছেন। তাঁরা অনাকাঙ্ক্ষিত তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের জন্য একটি স্বচ্ছস্তরীয় ধাতব জাল উদ্ভাবন করেছেন। এই জালটি অদৃশ্য বর্ম তৈরির কাজে ব্যবহার করা যাবে, যে অদৃশ্য বর্ম প্রতিরক্ষা ক্ষেত্রের বিভিন্ন গোপন অস্ত্র প্রয়োগে সাহায্য করবে। এই ধাতব জালটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করতে পারে অথবা সেগুলিকে শোষণ করতে পারে। এর উপস্থিতি বোঝা যাবেনা।

আরও পড়ুন -  Nusrat Faria: নুসরাত ফারিয়ার নতুন গান ‘হাবিবি’

বেঙ্গালুরু সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফ্ট ম্যাটার সায়েন্সেসের একদল বিজ্ঞানী এই ধাতব জাল উদ্ভাবন করেছেন। তাঁরা তাঁদের গবেষণাগারে স্প্রে করে ধাতুর মধ্যে ফাটল ধরিয়ে এই জাল তৈরি করেছেন। বিজ্ঞানীরা পলিইথালিন টেরেফথ্যালেট (পেট)এর ওপর একটি তামার জাল তৈরি করেছেন যেটির স্বচ্ছতা ৮৫ শতাংশ। তামার নিরবচ্ছিন্ন স্তরের পরিবর্তে বিজ্ঞানীরা এক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য পেট ব্যবহার করেছেন। এই ধাতব জালিকাটি তড়িৎ চুম্বকীয় বর্মের ক্ষেত্রে উৎসাহ ব্যাঞ্জক ফল দেখিয়েছে। ইলেক্ট্রনের পরিবাহিতাকে বজায় রেখে এই ধাতব জালিকাটি অ্যাক্রেলিক, পলিকার্বোনেট, কাঁচ ইত্যাদির ওপরও তৈরি করা যেতে পারে। সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফ্ট ম্যাটার সায়েন্সেস-এর বিজ্ঞানী ডঃ আশুতোষ কুমার সিং জানিয়েছেন, এই উদ্ভাবনের ফলে স্বচ্ছ এবং নমনীয় বর্ম তৈরি করা সম্ভব হয়েছে, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে যার উপস্থিতি বোঝা যাবে না। এই বর্মের বাজারে যথেষ্ট চাহিদা আছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Intimate Kiss: প্রযোজক রানা সরকার, ফাঁস করলেন ঘনিষ্ঠ চুম্বন এর ভিডিও, দেব-শুভশ্রীর!

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img