Swastika Mukherjee: স্পষ্ট অন্তর্বাস, পোশাকের প্রসঙ্গে কড়া বার্তা স্বস্তিকার

Published By: Khabar India Online | Published On:

স্বস্তিকা (Swastika Mukherjee) মানেই বিতর্ক। ঠোঁটে বা লেখনীতে সব সময় থাকে ধারালো কথা। যা মন চায় সটান বলে দেন। এবার মুখ খুলেছিলেন নিজের সিনেমার প্রচার নিয়ে।

SVF ডিস্ট্রিবিউটর হওয়ার পরেও তার নতুন বাংলা সিনেমা শ্রীমতি (Shrimati) হল পায়নি, সঠিক শো-টাইম পর্যন্ত পায়নি। স্বস্তিকা নিজেই নানান অভিমান উগড়ে দেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Swastika Mukherjee: লাস্যময়ী স্বস্তিকা, ম্যাচিং শাড়ি ব্লাউজে, অনুরাগীরা প্রশংসা করলেন

এবারে, নতুন সাজে ধরা দিলেন তিনি। সেই সাজ দেখলে আপনার মনে সেইসব পুরুষদের কথা যারা একটা সময় হাতে রজনীগন্ধার মালা জড়িয়ে বাইজী বাড়ি যেতেন এবং গান শুনতেন।

আরও পড়ুন -  Ranveer Singh: রণবীরকে থানায় তলব, নগ্ন ফটোশুটের কারণে, মুম্বই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে

স্বস্তিকার পরনে ছিল পাতলা কালো পোশাক। কালো অন্তর্বাস ভীষণ ভাবে স্পষ্ট। এক হাতে মোটা শাঁখা পলা এবং ওই হাতেই রজনীগন্ধার –  জুঁই ফুলের মালা পেঁচানো। ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন – পুরুষদের পৃথিবী বলে কোনো কিছুই নেই, এই পৃথিবী তোমার, যা মন চায় তাই পরো, নিজে সত্য থাকো বা ঠিক থাকো।

আরও পড়ুন -  Shilpa Shetty: প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী শিল্পা শেট্টি, ইন্সটাগ্রাম স্টোরিতে