মুখে হলো অস্ত্রোপচার, গায়িকা পড়শী অসুস্থ

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় গায়িকা পড়শী। তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। ২৯ জুন একটি বেসরকারি হাসপাতালে পড়শীর মুখে অস্ত্রোপচার হয়েছে।

বর্তমানে পড়শী বাড়িতে বিশ্রামে রয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন পড়শীর মা।

আরও পড়ুন -  Classroom: তাহসান-ঐশী, ক্লাসরুম মাতাবেন

তিনি বলেন, ‘পড়শী ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন। তাই তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। এটি একটি মেজর অপারেশন ছিল। এজন্য সময় লেগেছে তিন ঘণ্টা। মুখের ভেতরে অনেকগুলো সেলাই করা হয়েছে। এখন পড়শী পুরোপুরি বিশ্রামে রয়েছে।

আরও পড়ুন -  পরিচালক খরচ করলেন ৩৫ কোটি, একটি সেটের জন্য, টাইগার ৩

 ধীরে ধীরে কথা বলতে হয়। সবাই পড়শীর জন্য শুভ কামনা করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে পড়শী আবারও কাজে ফিরতে পারে।’

গানের বাইরে অভিনয় করছেন। এবার ঈদে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। যার নাম ‘শাদী মোবারক’। ফারহান বিপরীতে আছেন।

আরও পড়ুন -  ৬৯৬ নম্বর পেয়ে মালদায় প্রথম শুভদীপ কুণ্ডু, এবছর করোনার জেরে পরীক্ষা বাতিল হয়েছিলো