Pawandeep Rajan: কাকে বিয়ে করবেন পবনদীপ? ‘ইন্ডিয়ান আইডল’-এ সেরা কি জানালেন ?

Published By: Khabar India Online | Published On:

 জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ সেরার শিরোপা জিতেছিলেন পবনদীপ রাজন (Pawandeep Rajan)। এরপর একাধিক মিউজিক ভিডিওয় গান গেয়েছেন তিনি ও তাঁর বান্ধবী অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। অরুণিতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রটেছে একাধিক গুঞ্জন। অরুণিতা একসময় পবনদীপের সাথে মিউজিক ভিডিওয় অভিনয় না করার কথাও ঘোষণা করেছিলেন। তবে তাঁরা একসাথে গান গেয়েছেন। এখন শোনা গেল পবনদীপের বিয়ের কথা।

আরও পড়ুন -  করণের নতুন ছবিতে গানের সুযোগ বনগাঁর অরুণিতা, রইলো ভিডিও

পবনদীপ ও অরুণিতা বরাবর একে অপরকে ভালো বন্ধু ছাড়া কিছু না বললেও তাঁদের সম্পর্কের গুঞ্জন উঠেছিলো। অরুণিতার পারিবারিক জীবনেও পড়েছে তার প্রভাব। ফলেই পবনদীপের সাথে মিউজিক ভিডিওয় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অরুণিতা। সম্প্রতি পবনদীপকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর বিয়ের কথা। পবনদীপ জানিয়েছেন, তাঁর এখন বিয়ে করার মন নেই।