Disha Patani: দিশা খলনায়িকা, ‘এক ভিলেন রিটার্নস ’

Published By: Khabar India Online | Published On:

মুক্তির অপেক্ষায় ‘এক ভিলেন রিটার্নস’। প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। রহস্য, রোমাঞ্চ এবং অ্যাকশনে ভরপুর এই ছবির মধ্য দিয়ে ৮ বছর পর আসতে চলেছে সুপার হিট ছবি এক ভিলেন-এর দ্বিতীয় কিস্তি। ছবিতে জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি ও তারা সুতারিয়াকে দেখা যাবে। ছবিতে দিশাকে এক ধূসর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। কিন্তু এ ছবির আসল ভিলেন কে? এ নিয়ে ধোঁয়াশা রেখেছেন পরিচালক মোহিত সুরি।

আরও পড়ুন -  Madan Mitra: শুরু নতুন অভিযান, পাঞ্জাবি পরে সোনাগাছিতে হাজির মদন মিত্র

ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেছে, এই ছবিতে দিশাকে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে। ছবিতে তার চরিত্রের বিষয়ে প্রশ্ন করা হলে এক রাশ হেসে দিশা বলেন, ‘এখনই আমি আমার চরিত্রের ব্যাপারে বলতে পারব না।

সে জন্য ছবিটা মুক্তির অপেক্ষা করতে হবে। এটুকু বলতে পারি যে ছবিতে আমি মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করছি। সৌন্দর্যই আসল হাতিয়ার। এককথায় সে মোটেও “ভালো” মেয়ে নয়।’

আরও পড়ুন -  অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করা এই মুহূর্তে মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছেঃ অর্জুন কাপুর

 ছবিতে দিশাকে অ্যাকশন করতেও দেখা যাবে। এই প্রসঙ্গে বলিউডের এই লাস্যময়ী নায়িকা বলেছেন, ‘অ্যাকশন-থ্রিলার আমার অত্যন্ত প্রিয় ঘরানা। তাই এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আপ্লুত। এর আগে মোহিত স্যারের (পরিচালক) সঙ্গে আমি মলাঙ্গ ছবিতে কাজ করেছি। এ নিয়ে তাঁর সঙ্গে আমার দ্বিতীয় ছবি। আশা করি, ভবিষ্যতেও মোহিত স্যারের সঙ্গে কাজ করতে পারব।’

আরও পড়ুন -  Malaika Arora: কেমন ছেলে পছন্দ অভিনেত্রী মালাইকার ?

এক ভিলেন রিটার্নস ছবির গল্প এক ক্রমিক খুনিকে নিয়ে। যে ১৮ জন মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। খুনি সেই মেয়েদের নিশানা করে, যাদের প্রেমিক একতরফা ভালোবাসে। যেসব প্রেমিকদের হৃদয় ভেঙে গেছে, তাদের জীবনে দেবদূতের ভূমিকা পালন করতে চায় এই খুনি। এক ভিলেন রিটার্নস ছবির আসল ভিলেন কে তার উত্তর পাওয়া যাবে ২৯ জুলাই।