Aryan Khan: আদালতে আবেদন শাহরুখ পুত্রের পাসপোর্ট ফেরত নিতে

Published By: Khabar India Online | Published On:

 মাদক-কাণ্ডে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর ছাড়া পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। বাজেয়াপ্ত হওয়া পাসপোর্ট আজও ফেরত পাননি। কবে পাবেন, সে নিয়ে নিশ্চয়তাও মেলেনি। সে নিয়েই ক্ষুব্ধ আরিয়ান আদালতে আবেদন জানালেন।

২০২১ সালের ৩ অক্টোবর। মুম্বাইতে এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান ও তার সঙ্গীদের গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন -  Password Attacks: পাসওয়ার্ড অ্যাটাকের ঘটনা, বিশ্বে বাড়ছে

বহু তল্লাশি করেও আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর জামিনে ছাড়া হয়েছিল তাকে। তবে শর্ত ছিল কঠোর। আদালতের কাছে পাসপোর্ট সমর্পণ করতে হয়েছিল। মুম্বাই ছেড়ে দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। শুধু তা-ই নয়, প্রাথমিক কয়েক মাস সাপ্তাহিক হাজিরা দিতে তাকে এনসিবি অফিসে উপস্থিত থাকতে হয়েছিল। মুম্বাইয়ের আর্থার রোড জেলে তিন সপ্তাহেরও বেশি সময় কাটিয়েছেন আরিয়ান।

আরও পড়ুন -  Sidhu Kanu Bridge: আগামী ১০ দিনের মধ্যে চিত্তরঞ্জন - ঝাড়খন্ড সংযোগকারী সিধু কানু সেতুর অনুমতি দেওয়া হবে

 আট মাসের মাথায় বিশেষ তদন্তকারী দল বা সিট আরিয়ানকে মুক্তি দেয়।

জানা গেছে, আরিয়ান তার পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন বৃহস্পতিবার। আদালতে বলেন, দেশের বাইরে যাওয়ার ছাড়পত্র হিসাবে তাকে যেন পাসপোর্ট ফিরিয়ে দেয়া হয়।

আরও পড়ুন -  কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার প্রয়াত

আদালত বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এনসিবি-কে জবাব দাখিলের নির্দেশও দেয়া হয়েছে। আগামী ১৩ জুলাই শুনানির দিন ধার্য করেছেন আদালত।