বিনোদন জগত থেকে ক্রীড়া জগতের জীবনে প্রবেশ করে সফল হওয়ার পরেও একাধিক তারকা রয়েছেন তাঁদের জীবন আবারও ডুবে গেছে দারিদ্র্যের মধ্যে। অলিম্পিকের পদক জয়ী ক্রীড়াবিদরা অন্য পেশা অবলম্বন করেছেন। বলিউড তারকা এ.কে.হঙ্গল (A.K.Hangal) শেষ জীবনে ভর্তি হয়েছিলেন সরকারী হাসপাতালে। আবার সামনে এল ঐশ্বর্য (Aishwarya)র কাহিনী।
View this post on Instagram
দক্ষিণী নায়িকা ঐশ্বর্য 1989 সালে তেলেগু ফিল্ম ‘আদিভিলো অভিমন্যুডু’-র মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেছিলেন। ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন জগপতি বাবু (Jagapati Babu)। দক্ষিণের বিভিন্ন ভাষায় দু’শোটিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন ঐশ্বর্য। অধিকাংশ ফিল্ম ছিল সুপারহিট। তেলেগু ছাড়াও তামিল, মালয়ালম ও কন্নড় ফিল্মেও ছিল জনপ্রিয়তা। সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছেন, অত্যন্ত সফল থাকাকালীন তিনি বিয়ে করেন। অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্ত্বেও বিয়ের পর অভিনয় থেকে সরে আসেন।