Mahiya Mahi: মাহিয়া মাহি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন

Published By: Khabar India Online | Published On:

 সিলেট ও সুনামগঞ্জবাসী ভয়াবহ বন্যার কবলে। সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছেন দুর্গতদের। এই পরিস্থিতিতে চোখেমুখে দুশ্চিন্তার ছাপ চিত্রনায়িকা মাহিয়া মাহির। মন খারাপ করে ফেসবুক লাইভে এসেছিলেন তিনি, প্রায় দুই মিনিট তেমন কোনো কথাই বললেন না। মুখে হাসি নেই, সাজসজ্জাও নেই তেমন।

দুর্যোগকবলিত এলাকার পশুপাখি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন মাহি। তিনি বলেন, ‘মানুষ কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পশুপাখিগুলো অন্যের সহায়তা ছাড়া কীভাবে সেভ হবে। এই নিয়ে টেনশনে রাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আমার সামর্থ্য বা উপায় থাকলে, যত গরু–ছাগল, কুকুরসহ অন্য পশুপাখি রয়েছে, সব নিয়ে নিরাপদ স্থানে চলে আসতাম। তাদের সেভ জোন দিতে পারলে মনে শান্তি লাগত। আমার পশুপাখির প্রতি প্রচণ্ড মায়া। তাদের করুণ দশা দেখে খারাপ লাগছে। ভিডিওতে দেখলাম, অনেকে কুকুরকে সেভ করছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে।’

আরও পড়ুন -  IPL 2024: রোহিত যুগের সমাপ্তি, মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া! বিশেষজ্ঞরা কি বলছেন?

ফেসবুক লাইভে এসে মাহি দুর্যোগকবলিত এলাকায় কীভাবে সহায়তা করা যায়, সে জন্য ভক্তদের কাছে পরামর্শ চান, ‘সিলেটে বন্যার যে ভয়াবহ অবস্থা, আমাদের সবার যার যার জায়গা থেকে কিছু করা উচিত। আমরা সবাই সিলেট পছন্দ করি। অনেকে সিলেটের সৌন্দর্য দেখতে ঘুরতে গিয়েছেন। আমাদের সবার উচিত তাদের এই দুর্যোগে কিছু করা। শুরু থেকেই আমরা চিন্তা করছিলাম, কী করা যায়। এত বাজে অবস্থা…আমি বুঝে উঠতে পারছি না, এই সময় কীভাবে তাদের পাশে থাকা যায়। এই ব্যাপারে আমাদের সাজেস্ট করুন প্লিজ। আমরা তাদের সহায়তায় এগিয়ে আসতে চাই।’

আরও পড়ুন -  United States: যুক্তরাষ্ট্র পাড়ি বুবলীর

ফেসবুক লাইভে মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। মাহির বক্তব্য শেষে লাইভে আসেন রাকিব। তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকায় কাদের পাশে দাঁড়ানো উচিত, কারা অবহেলিত, কাদের প্রায়োরিটি দেওয়া উচিত, আমাদের জানান। আমরা একটি টিম তৈরির কাজ করছি। আপনারা পরামর্শ দিয়ে সহায়তা করুন।’

আরও পড়ুন -  LPG Gas Cylinder: এলপিজি সিলিন্ডার এই দামে পাওয়া যাবে, কীভাবে সুবিধা পাবেন?