Apurba And Nusrat Faria: আবারও পর্দায়, অপূর্ব ও নুসরাত ফারিয়া

Published By: Khabar India Online | Published On:

আগের সিনেমাতে জুটি বেঁধে ব্যাপক সাড়া পেয়েছেন, জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া। এই জুটির ‘যদি কিন্তু তবুও’ দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিলো। সেই কারনে তাদেরকে জুটি করে আবারও পর্দায় দেখতে চেয়েছিলেন অনেকে।

আরও পড়ুন -  Durga Pujo: সিদ্ধেশ্বরী কালী বাড়ী

দ্বিতীয়বারের মত জুটি বেঁধেছেন নতুন একটি ফিচার ফিল্মে। নাম চূড়ান্ত না হওয়া এই ফিল্মটির শুটিং শুরু হয়েছে আজ শনিবার থেকে। এরইমধ্যে দুজনে অংশ নিয়েছেন শুটিংয়ে। নানা চমকে ভরপুর এই ফিচার ফিল্মটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। এটি নির্মিত হচ্ছে আলফা আইয়ের ব্যানারে।

আরও পড়ুন -  Princess Diana: প্রিন্সেস ডায়নার গাড়ি, সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হলো

আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সংবাদ মাধ্যম কে বলেন, এটি এবারের ঈদের জন্য এক্সক্লুসিভ একটি প্রজেক্ট, এখনও নাম চূড়ান্ত হয়নি। এখানে জুটি বেঁধে অভিনয় করছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। আগে আমার এখান থেকে প্রথম ফিচার ফিল্ম করেছিলাম ‘সাহসীকা’, আর এটি হতে যাচ্ছে দ্বিতীয়। আজকে থেকেই শুটিং শুরু হয়েছে।

আরও পড়ুন -  টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী জুটি বাঁধলেন বাংলাদেশী অভিনেতার সঙ্গে, মুহুর্তের মধ্যে ভাইরাল