Jeet: জিৎ এতো কাজের মধ্যেও, কিভাবে মেয়েকে সময় দেন

Published By: Khabar India Online | Published On:

আজ 17 ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনীত ফিল্ম ‘আয় খুকু আয়’।

 মনে পড়ছে হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukherjee)র কন্ঠে, ‘আয় খুকু আয়’। ‘আয় খুকু আয়’ ফিল্মের কাহিনী এক নিম্ন মধ্যবিত্ত পিতা ও তাঁর মেয়ের। মেয়েকে বড় করার পথে প্রতিকূলতার শিকার হয়েও হার মানে না সেই পিতা। ‘আয় খুকু আয়’-এর প্রযোজক জিৎ (Jeet)।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

বাস্তব জীবনে প্রসেনজিৎ-এর এক কন্যা ও এক পুত্র রয়েছে। জিৎ-ও এক কন্যাসন্তানের পিতা। প্রযোজক ও অভিনেতা দুজনে মিলে ‘আয় খুকু আয়’-এর নির্মলকে চিত্রায়িত করেছেন। এই প্রসঙ্গে জানতে ইচ্ছা করে, জিৎ ও প্রসেনজিৎ দুজনেই পিতা হিসাবে কতটা রক্ষণশীল অথবা আধুনিক! প্রসেনজিৎ-এর মতে, জিৎ-কে বাবা হিসাবে একশোতে আশি দেওয়া উচিত। প্রযোজনা সংস্থা ও অভিনয় সামনেও জিৎ বছরে তিন থেকে চার বার সপরিবারে বেড়াতে যান।

আরও পড়ুন -  স্বামীর অক্ষমতা অভাব পূরণ করতে বন্ধুর সাথে ঘনিষ্ঠ স্ত্রী, ওয়েব সিরিজের ট্রেলার ভাইরাল