Qatar World Cup: কার মুখোমুখি কে? কাতার বিশ্বকাপের ৩২ দল

Published By: Khabar India Online | Published On:

 ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের আসর। গত ২ এপ্রিল বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া ২৯ দল নিয়ে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। ৩২ দলের বিশ্বকাপের বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখেই এই ড্র অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মঙ্গলবার (১৪ জুন) রাতে ৩২তম ও শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূল মঞ্চের টিকিট নিশ্চিত করেছে কোস্টারিকা।

কাতার বিশ্বকাপে মাঠে নামতে ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই পাড়ি দিতে হয়েছে বাছাই পর্ব।

আরও পড়ুন -  Neymar Injury: ছিটকে গেলেন নেইমার, গ্রুপপর্ব থেকে

 গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে ৬৪ বছর পর কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস।

 ১৪ জুন আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে দক্কিণ আমেরিকা অঞ্চলের পেরুকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা পায় এশিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া।

 মঙ্গলবার রাতে আরেক আন্তঃমহাদেশীয় প্লে-অফে ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কাতারের টিকিট নিশ্চিত করেছে কনক্যাকাফ অঞ্চলের দেশ কোস্টারিকা।

আরও পড়ুন -  Qatar World Cup: ব্রুনো জোড়া গোলে, বিশ্বকাপে পর্তুগাল

বিশ্বকাপের ৩২ দলের মধ্যে ইউরোপ থেকে সর্বোচ্চ ১৩টি দল যাচ্ছে কাতারে। কাতারসহ এশিয়া অঞ্চল থেকে ৫টি এবং আফ্রিকা থেকে ৫টি করে দল থাকছে বিশ্বকাপের যুদ্ধে। ফুটবলের স্বর্গভূমি খ্যাত লাতিন অঞ্চলের প্রতিনিধিত্ব করবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলসহ ৪টি দেশ।

৩২ দল নিয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ মাঠে গড়াবে এই বছরের নভেম্বর-ডিসেম্বরে। সাধারণত সব সময় জুন-জুলাই মাসেও হলেও মরুতীর্থ কাতারের তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে এবার সেই পুরোনো প্রথা ভেঙে বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে শীতকালে।

আরও পড়ুন -  এক খুদের দুর্দান্ত নাচ স্বাধীনতা দিবস উপলক্ষে, নেটদর্শকরা বেশ উপভোগ করছেন

 বিশ্বকাপের ৩২ দলের কে কোন গ্রুপে কার বিপক্ষে লড়বে:

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান

গ্রুপ সি: আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া

গ্রুপ ই: জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া।