মুম্বাই নগরীতে, দুপুর নামতেই স্তব্ধ হয়েছিল গোটা শহর। বান্দ্রার ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলে ময়না তদন্ত। খুন না আত্মহত্যা এই নিয়ে সরব হয় প্রায় গোটা বিশ্ব।
সুশান্ত চলে যাওয়ার পর সেই মামলা ঘোরে ইডি র কাছে, টাকা নয় ছয় হয়েছে এমন অভিযোগের মুখোমুখি হন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার ভাই। এছাড়াও এনসিবি’র দরজায় এই কেস যায়। মাদক মামলায় ফেঁসে যান রিয়া।
সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়া প্রত্যক্ষ ভাবে জড়িত না থাকলেও পরোক্ষ ভাবে ১০০% জড়িয়ে ছিলেন রিয়া। নিষিদ্ধ মাদক সেবন থেকে, সুশান্তের অর্থ তছরুপ করা সবেতেই ছিল রিয়া চক্রবর্তীর বিশেষ হাত। জেল হেফাজতে বেশ কিছুদিন থাকেন রিয়া ও তার ভাই। পরবর্তীতে জামিনে ছাড়া পান।