Edava Basir: জনপ্রিয় গায়কের, গানের মঞ্চেই প্রাণ গেলো

Published By: Khabar India Online | Published On:

 গান করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালায়ালম ভাষার জনপ্রিয় গায়ক এদাভা বসির।  শনিবার রাতে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে এই ঘটনা ঘটে। সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর।

আরও পড়ুন -  বাংলা সিনেমার সোনালী দিনের নায়ক ওয়াসিম আর নেই !

 সংবাদমাধ্যমের খবর, ওই রাতে রাজ্যের আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রায় তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদাভা বসির। মঞ্চে উঠে গান ধরে শেষ করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন -  প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী আই কে গুজরালের সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি

 দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

মালায়ালি সংগীত জগতের জনপ্রিয় মুখ এদাভা বসির ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রাতেই ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। মালায়ালম ভাষার একাধিক ছবির প্লে-ব্যাক সিঙ্গার ছিলেন তিনি।

আরও পড়ুন -  তামিল অভিনেতা বিবেক প্রয়াত