Madonna: ইনস্টাগ্রাম ব্লক করলো, পপ তারকা ম্যাডোনাকে !

Published By: Khabar India Online | Published On:

পপ তারকা ম্যাডোনাকে ব্লক করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করায় আপাতত ইনস্টাগ্রামে লাইভ করতে পারবেন না।

সম্প্রতি পপ তারকার প্রকাশিত একটি লাইভ ভিডিও এবং ছবি পোস্ট করতেই বাধে বিপত্তি, যার ফলে ইনস্টাগ্রামের কড়া পদক্ষেপের মুখে পড়তে হয়েছে ম্যাডোনাকে।

আরও পড়ুন -  এক দশক ধরে শরীরের কষ্ট নিয়ে কাজ করছেন, এবার সকলকে জানালেন, অনিল কাপুর !

বিশ্বজুড়ে পপ গানকে জনপ্রিয় করার পেছনে যাদের অবদান বেশি তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ম্যাডোনা। তার হ্যাং আপ, মেটিরিয়াল গার্ল, ফ্রোজেন গানের সঙ্গে তাল মেলাননি, এরকম ব্যক্তির সংখ্যা বোধ হয় খুব কমই রয়েছে। কিন্তু খ্যাতি, প্রতিপত্তি, জনপ্রিয়তার সঙ্গেই ম্যাডোনার জীবনের সাথে জরিয়ে আছে বিতর্কও।

আরও পড়ুন -  প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করলো সিআইডি এবং বামনগোলা থানার পুলিশ

তার ব্যক্তিগত সম্পর্ক থেকে কাজের ক্ষেত্র সব জায়গায় উঠেছে একাধিক বিতর্কের ঝড়। কিন্তু এবার তিনি বিতর্কে জড়ালেন নিজের ছবি পোস্ট করা নিয়ে।