Vaccinating Student: ছাত্রকে করোনা টিকা দিয়ে শিক্ষিকা গ্রেপ্তার

Published By: Khabar India Online | Published On:

টিকাকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা শিক্ষা ছিল না। তবু নিউইয়র্কের ওই শিক্ষিকা তার ১৭ বছরের এক ছাত্রকে কোভিড-১৯ এর টিকা দিয়েছেন।

এ ঘটনার জেরে তাকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় কর্মকর্তাদের বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ বলছে, লরেল রুসো নামের ওই শিক্ষিকা কোনো আইনী অনুমোদন ছাড়াই করোনার এ টিকা তার বাড়িতে ওই শিক্ষার্থীকে দেন। তবে এতে ওই শিক্ষার্থীর বাবা-মায়ের সায় ছিল।

আরও পড়ুন -  ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা, ৭০ কোটি ৭৫ লক্ষ ছাড়িয়েছে

অপরাধ প্রমাণিত হলে জীব বিজ্ঞানের শিক্ষিকা ৫৪ বছরের রুসোর চার বছরের জেল হতে পারে। জানা যায়, ওই কিশোরও করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী ছিল।

যদি সঠিক উপায়ে টিকাকরণ না হয়, তাহলে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সাধারণত চিকিৎসক ও লাইসেন্সধারী স্বাস্থ্যকর্মীরা যাচাই করে দেখেন, যে ভ্যাকসিনটি দেয়া হবে, সেটি আদৌ মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিকারক কিনা।

আরও পড়ুন -  কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য

পুলিশ বলছে, এ ভ্যাকসিন ওই শিক্ষিকা কিভাবে পেলেন, তা পরিষ্কার নয়। ভ্যাকসিনটি কোন ব্রান্ডের ছিল, সেটাও জানা যায়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকাই কেবল ১৮ বছরের কম বয়সীদের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন -  Dani Alvez: দানি আলভেজ বার্সা ছাড়ছেন

ভ্যাকসিন দেয়ার সময়কালের একটি ভিডিও পাওয়া গেছে। তাতে ওই শিক্ষিকা ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীকে বলছেন, ‘তুমি ভালো বোধ করবে, আশা করি।’ ছবি: বিবিসি