31 C
Kolkata
Friday, May 17, 2024

December 31: যাদের জন্ম-মৃত্যু, এই দিনে

Must Read

আজ ৩১ ডিসেম্বর। বছরের শেষ দিন। আগামীকাল নতুন বছরের নতুন দিন শুরু। ৩১ ডিসেম্বরের এই দিনটিতে জন্ম হয়েছে অনেক গুণীজনের আবার একই দিনে আমরা হারিয়েছি অনেককে।

এই দিনে জন্ম

১. ১৪৯১ সালের এই দিনে জন্ম হয় ফরাসি অভিযাত্রিক, কানাডার অন্যতম আবিষ্কারক জাক কার্তিয়ের।

২. লর্ড চার্লস কর্নওয়ালিস। তিনি ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন। ১৭৩৮ সালের এই দিনে জন্ম হয় তার।

৩. নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শালের জন্মও এই দিনেই। ১৮৮০ সালের ৩১ ডিসেম্বর তার জন্ম।

আরও পড়ুন -  চিত্রসাংবাদিক উমাকান্ত ধর প্রয়াত

৪. বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া। তারও জন্ম ১৮৮৮ সালের ৩১ ডিসেম্বর।

৫. ১৯১১ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ড. মোহম্মদ ইব্রাহিমের জন্ম। তিনি এক মানবৈতাবাদী চিকিৎসক ছিলেন।

৬.আজিজুর রহমান মল্লিক। বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক। তিনি ১৯১৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

৭. ১৯৩৪ সালের এই দিনে বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বাঘৈ গ্রামে প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক অমলেন্দু চক্রবর্তীর জন্ম।

আরও পড়ুন -  Pakistan Floods: এক হাজারের বেশি মানুষের মৃত্যু, পাকিস্তানে বন্যায়

৮. বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর।

এই দিনে মৃত্যুবরণ 

১. আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা রবার্ট বয়েল মারা গিয়েছিলেন ১৬৯১ সালের ৩১ ডিসেম্বর।

২. ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী মীর্জা কুচাক খান জাঙ্গালীর মৃত্যু হয় ১৯২১ সালের এইদিনে। তিনি ছিলেন একজন ধর্মীয় ব্যক্তিত্ব।

আরও পড়ুন -  ৫৪ জন টেট উত্তীর্ণকে, পুজোর আগেই চাকরি দিতে হবে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পর্ষদকে

৩. চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই। তিনিও ১৯৪০ সালের একই দিনে মারা গিয়েছিলেন।

৪. বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান মৃত্যুবরণ করেন ১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর।

৫. বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ মণি সিংহ ১৯৯০ সালের এই দিনে মারা যান। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

৬.বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালী ঘোষের মৃত্যু হয়েছিল ২০০৬ সালের এই দিনে।

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img