31 C
Kolkata
Tuesday, May 21, 2024

India Internet Governance Forum: নভেম্বর মাসে ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আয়োজিত হবে

Must Read

ভারতে ডিজিটাইজেশনের ভবিষ্যৎ রূপরেখার ওপর আলোকপাত করে ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (আইআইজিএফ) কার্টেন রাইজার অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। এই কার্টেন রাইজার ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরামের একটি প্রাক-কর্মসূচি। আগামী মাসের ৮-১১ তারিখ পর্যন্ত যৌথভাবে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, এনআইএক্সআই এবং মাল্টি স্টেকহোল্ডার গ্রুপ ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আয়োজন করছে। এবারের আইআইজিএফ-এর মূল ভাবনা ইন্টারনেটের সক্ষমতার মাধ্যমে ভারতের ক্ষমতায়ণ। মূল অনুষ্ঠানে ভারতে ডিজিটাইজেশনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হবে। এছাড়াও তিনটি পূর্ণাঙ্গ অধিবেশনের আয়োজন করা হচ্ছে। যেখানে ভারতের ডিজিটাল যাত্রাপথ ও আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভূমিকা, সমতা, সকলের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া, উন্নত মানের হাইস্পিড ইন্টারনেট সহ ইন্টারনেট প্রশাসনিক ব্যবস্থায় সাইবার বিধি এবং নৈতিকতা নিয়ে আলোচনা হবে।

রাষ্ট্রসঙ্ঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের তিউনিস এজেন্ডার ৭২ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম গথিত হয়েছে। এক খোলামেলা ও সার্বিক ব্যবস্থার মাধ্যমে ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আন্তর্জাতিক স্তরে ইন্টারনেট গভর্নেন্সের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষকে এক জায়গায় নিয়ে আসবে। সেই সঙ্গে এই ফোরামে সরকার, শিল্প সংস্থা, নাগরিক সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এক সমগোত্রিয় অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৪তম স্বাধীনতা দিবসের ভাষণে আত্মনির্ভর ভারত অভিযানের গুরুত্বের কথা উল্লেখ করেছেন

ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরামের প্রাক-কর্মসূচি হিসেবে কার্টেন রাইজার অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যই ছিল ভারতে ডিজিটাইজেশনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করা। ইন্টারনেট প্রশাসনিক ব্যবস্থায় আন্তর্জাতিক রীতিনীতি প্রণয়নের ক্ষেত্রে ভারতের ভূমিকা ও গুরুত্বের বিষয়টিকে তুলে ধরে বিশ্ব মঞ্চে এক অপরিহার্য অংশীদার হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করা। কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর প্রধান অতিথি হিসেবে কার্টেন রাইজার অনুষ্ঠানের সূচনা করেন।

আরও পড়ুন -  তিনটি বড় ওষুধ তৈরির পার্ক এবং চারটি চিকিৎসা সরঞ্জাম তৈরির পার্কের স্থান নির্বাচনের প্রয়োজনীয় নির্দেশিকা চূড়ান্ত করছে ফার্মাসিউটিক্যালস দপ্তর : শ্রী ডি ভি সদানন্দ গৌড়া

এই উপলক্ষে শ্রী চন্দ্রশেখর বলেন, ভারতে ইন্টারনেটের উত্থানের এক ঐতিহাসিক সময়ে ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আয়োজন করা হচ্ছে। আমরা ধীরে ধীরে মহামারীর কবল থেকে যখন বেরিয়ে আসছি, তখন এধরণের কর্মসূচির বিশেষ তাৎপর্য রয়েছে। তিনি বলেন, সারা বিশ্বজুড়েই প্রশাসনিক ও ব্যবসায়িক কাজকর্মে মহামারীর বিরুপ প্রভাব পড়েছে। কিন্তু তা সত্ত্বেও ডিজিটাইজেশনের গতি বেড়েছে এবং ডিজিটাল পদ্ধতির প্রয়োগ আভাবনীয়ভাবে ত্বরান্বিত হয়েছে।

ইন্টারনেট প্রশাসন ব্যবস্থার ভবিষ্যৎ প্রসঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গী ভাগ করে নিয়ে শ্রী চন্দ্রশেখর বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার স্টেকহোল্ডার নির্ভর সরকারি নীতি প্রণয়নে বিশ্বাস করে। তাই ইন্টারনেট ব্যবহারকারীরাই এখন সব থেকে বড় স্টেকহোল্ডার বা অংশীদার। স্বাভাবিকভাবেই ইন্টারনেট ব্যবহারকারীদের মতামত জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিফলিত হওয়া প্রয়োজন। বিশ্বে ইন্টারনেট সংযোগের দিক থেকে সর্ববৃহৎ রাষ্ট্র হওয়া সত্ত্বেও পাবলিক ফোরামগুলিতে যেখানে ইন্টারনেটের মান ও প্রযুক্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে ভারতের প্রতিনিধিত্ব স্বভাবতই কম। শ্রী চন্দ্রশেখর বলেন, আগামীতে ইন্টারনেট ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে স্টেকহোল্ডারদের মধ্যে আরও বেশি আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। ব্যবহারকারী এবং স্টেকহোল্ডারদের কাছে ইন্ডারনেট আরও বেশি উদার, নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠুক সরকার এটাই চায়।

আরও পড়ুন -  Sohini Sarkar: হালকা শীতের শুরুতে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী

ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম রাষ্ট্রসঙ্ঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সঙ্গে যুক্ত। এদিকে, ইন্টারনেট গভর্নেন্স ফোরাম হলো এমন একটি বহুপাক্ষিক মঞ্চ যা ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন রীতিনীতি নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে একত্রিত করে থাকে। সূত্রঃ পিআইবি

Latest News

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি।  Web Series...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img